সবচেয়ে বিগ বাজেটের ছবি রজনীকান্তের ‘রোবোট টু’!

ডিসেম্বর ২৩, ২০১৫

22ফের রজনী-এফেক্টে চোখ কপালে উঠতে চলেছে ভারতের। ‘বাহুবলি’-র সেট ও স্পেশাল এফেক্ট দেখে যদি বিষম লাগে, তাহলে রজনীকান্তের আগামী ছবিতে দর্শকরা নির্ঘাত্‍ ভিড়মি খাবেন। তামিল সুপারস্টারের ‘রোবোট‌’-এর সিক্যুয়েল আসছে। রোবোট টু-এর বিশেষত্ব হল, ছবিটি তৈরি করতে খরচ করা হচ্ছে ৩৫০ কোটি টাকা। হ্যাঁ, এটাই ভারতের এখনও পর্যন্ত সবচেয়ে বড় বাজেটের ছবি, যদি এসএস রাজামউলি ‘বাহুবলি টু’ এই বাজেটকে ছাপিয়ে।না যায়। রজনীকান্তের ‘রোবোট টু’-এ রজনীর কো-অ্যাক্টর হিসেবে অফার দেওয়া হয়েছিল হলিউড সুপারস্টার আর্নল্ড সোয়ার্জনেগারকে। কিন্তু আর্নল্ড রাজি হননি। তাই তাঁর জায়গায় থাকছেন অক্ষয় কুমার। সম্প্রতি চেন্নাইয়ে ছবির কলাকুশলীরা একটি সাংবাদিক বৈঠকে জানান, আর্নল্ড ছবিটি নিয়ে খুবই উত্‍‌সাহী ছিলেন। কিন্তু তাঁর পারিশ্রমিক নিয়ে সমস্যা দেখা দেয়। আর্নল্ড ‘রোবোট টু’-এর জন্য ১২০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। কিন্তু প্রযোজনা সংস্থা ওতো টাকা দিতে রাজি নয়। তাই অক্ষয়কেই অফার দেওয়া হয়। ‘রোবোট টু’-এর ভিস্যুয়াল এফেক্টের দায়িত্বে রয়েছেন শ্রীনিবাস মোহন। ‘বাহুবলি’-তেও শ্রীনিবাস মোহন-ই কাজ করেছিলেন। ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন এ আর রহমান। সব মিলিয়ে বিগ বাজেটের রজনী-স্টাইল। সূত্র: এই সময়

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.