বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে তিন বছর

ডিসেম্বর ২০, ২০১৫

bangladeshঢাকা জার্নাল: গত পাঁচ বছরে প্রত্যাশিত আয়ুস্কাল গড়ে প্রতি বছর ০.৬০ শতাংশ হারে বেড়েছে। ২০১০ সালে গড় আয়ু ছিল ৬৭.৭ বছর, যা ২০১৪ সালে বেড়ে দাঁড়ায় ৭০.৭ বছর।

রোববার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক ২০১৪: মনিটরিং দ্যা সিচুয়েশন অব ভাইটাল স্টাডিজ অব বাংলাদেশ প্রজেক্ট (এসভিআরএস রিপোর্ট ২০১৪)’ প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

প্রতিবেদনে আরও দেখা গেছে, নারীর তুলনায় পুরুষের মৃত্যুহার বেড়েছে আর শহরের তুলনায় গ্রামে মৃত্যুঝুঁকি বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের নারীরা এখনও উচ্চমাত্রায় পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত। দেশের ৮৭.৮ শতাংশ পরিবারের খানা প্রধান পুরুষ।

তবে গত তিন বছরে নারী-পুরুষের লিঙ্গ অনুপাত অনেক কমেছে। ২০১২ সালে এ অনুপাত ছিল ১০৪.৯ শতাংশ, যা ২০১৪ সালে কমে হয়েছে ১০০.৫ শতাংশ। পাশাপাশি পুরুষের ওপর নারীর নির্ভরশীলতাও উল্লেখযোগ্য হারে কমেছে। ২০০২ সালে নির্ভরশীলতার হার ছিল ৮০ শতাংশ, যা ২০১৪ সালে কমে ৫৭ শতাংশে দাঁড়ায়।

মোট দেড় হাজার নমুনা এলাকার ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়। এসব এলাকায় মোট খানার সংখ্যা ছিল ১ লাখ ৬০ হাজার ৮২৯টি।

ঢাকা জার্নাল, ডিসেম্বর ২০, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.