সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : সিইসি

ডিসেম্বর ১৯, ২০১৫

10নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক নয়। তাই সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই।

শনিবার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক বৈঠক শেষে তিনি এসব কথা জানান। এর আগে বেলা ১১টায় রাজধানীর বিয়াম মিলনায়তনে কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। সিইসি বলেন, পৌরসভা নির্বাচনে প্রতি তিন ওয়ার্ডের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতিটি পৌরসভার জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

এ বৈঠকে সিইসি ছাড়াও অন্যান্য কমিশনার ও নির্বাচন কমিশন সচিব উপস্থিত ছিলেন।  এ ছাড়া রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, ডিবি ও কোস্টগার্ডসহ সব বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.