অর্থনৈতিক সমৃদ্ধির কারণে বেতন বৃদ্ধি

ডিসেম্বর ১৯, ২০১৫

01নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে বলেই সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১২২ শতাংশ বাড়ানো সম্ভব হয়েছে। শনিবার সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কোর্সের (এনডিসি) শিক্ষা সমাপনি সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের এক সঙ্গে কাজ করতে হবে।’

তিনি বলেন, `বর্তমানে আমরা একটি সর্বজনীন ও বহুকেন্দ্রিক বিশ্বে বসবাস করছি। যেখানে পরিবর্তনশীল প্রযুক্তি পারস্পরিক সংযোগকে সুদৃঢ় করছে, উদ্ভূত সমস্যা সমাধানের পথ দেখাচ্ছে, আবার মাঝে-মধ্যে প্রতিকূল পরিবেশও তৈরি করছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান আপনারা স্ব স্ব কর্মক্ষেত্রে কাজে লাগবেন। যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলায় আপনারা সক্ষম হবেন।` অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কোর্সে ৫১ জন বাংলাদেশ, ২৫ জন বিদেশি  এবং এএফডব্লিউ বাংলাদেশ সেনাবাহিনীর ২৮, নৌবাহিনীর ৫ ও বিমান বাহিনীর ৫ জনকে গ্র্যাজুয়েশন সনদ প্রদান করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.