আজ বেগম রোকেয়া দিবস

ডিসেম্বর ৯, ২০১৫

13নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৩৫তম জন্মবার্ষিকী ও ৮৩ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯২ সাল থেকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ ও নারী ক্ষমতায়নের প্রতীক রূপে ৯ ডিসেম্বরকে বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হচ্ছে।  এ উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মহীয়সী রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। এদিকে বেগম রোকেয়া দিবস পালনে সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অনেক সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি নিয়েছে। নারী উন্নয়নে নিবেদিত প্রাণ বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামের এক রক্ষণশীল জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের একই দিন তিনি ইন্তিকাল করেন। আমৃত্যু তিনি মুসলিম নারী সমাজের সর্বাঙ্গীন মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে গেছেন। বিশেষ করে তার কলমী লড়াই ছিলো খুবই আলোচিত। তার নামে রংপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। রোকেয়া পদক পেলেন যারা: তারকা ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল ও মরহুম ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন, ডিলিট) এ বছর বেগম রোকেয়া পদক ২০১৫ এর জন্য মনোনীত হয়েছেন। নারী শিক্ষার বিস্তার, নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠা, নারী জাগরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই দুইজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে। আজ রাজধানীর ওসমানী মিলনায়তনে এই দুইজন বিশিষ্ট ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কার হিসেবে তারা পাবেন এককালীন এক লাখ টাকা, ১৮ ক্যারেট মানের পঁচিশ গ্রাম ওজনের একটি স্বর্ণ পদক এবং একটি সম্মাননা পত্র।  কর্মসূচি: বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি রেডিও-টিভি চ্যানেলসমূহ বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছে । এছাড়া বাংলা একাডেমি বিকেল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বেগম রোকেয়া স্মরণে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক-সাংবাদিক আবুল মোমেন। আলোচনায় অংশগ্রহণ করবেন গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.