ইসির পক্ষপাতদুষ্ট আচরণে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি

ডিসেম্বর ৫, ২০১৫

14ঢাকা : নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচারণের কারণে এখন পর্যন্ত পৌর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

মাহবুবুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্টের কারণে এবং ক্ষমতাসীদের সন্ত্রাসী কমান্ডের জন্য বিএনপির অনেক প্রার্থীই এখনও প্রত্যয়নপত্র জমা দিতে পারেনি। এমনিক বিএনপির প্রার্থীরা হামলা ও মামলার কারণে নির্বাচনী প্রচার-প্রচারনাও চালাতে পারছেন না। এছাড়া জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়াই সরকার ও ইসি নির্বাচনের ঘোষণা দিয়েছেন।’

তিনি অভিযোগ করেন, পৌরনির্বাচনে অনেক জেলায় বিএনপির প্রার্থীদের প্রত্যয়নপত্র জমা দিতে বাঁধা দিয়েছে ক্ষমতাসীনরা। ফলে বিএনপির অনেক প্রার্থী এখন পর্যন্ত প্রত্যয়নপত্র জমা দিতে পারেননি।

সরকার ও নির্বাচন কমিশনের জন্য পৌরনির্বাচন একটি অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেন মাহবুবুর রহমান।
বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি পৌরনির্বাচন ১৫ দিন পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছিল। কিন্তু নির্বাচন না পিছিয়ে ইসি তাদের আসল চেহারা দেখিয়েছেন।’

জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদের উত্থান হবেই। তাই এখন আমাদের করণীয়, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা।’

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.