দিনাজপুরের রাসমেলায় ককটেল বিস্ফোরণে আহত ৬

ডিসেম্বর ৫, ২০১৫

01দিনাজপুরের কাহারুল উপজেলার কান্তজীর মন্দিরের রাসমেলায় যাত্রা প্যান্ডেলে ককটেল বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন- দিনাজপুরের কাশীপুর বীরগঞ্জের উমাকান্ত দাস (২২), লালমনিরহাট জেলার কালীগঞ্জ সদরের সাধন (৩৫) ও রংপুরের বদরগঞ্জ দামকরপুরের মোকাদ্দেস (৩৯)। দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন জানিয়েছেন, কান্তজিউ রাসমেলায় একটি যাত্রা মঞ্চে যাত্রা চলাকালীন সময় দুর্বৃত্তরা পরপর ৩টি বোমা ছুঁড়ে মারে। এতে যাত্রা পেন্ডেলে থাকা লোকজন আহত হয়। আহতদের দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঐতিহাসিক কান্তজিউ রাশ মেলায় ভোলানাথ যাত্রা প্যান্ডেলে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। প্যান্ডেলের উত্তর কোণে দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটালে ৬ জন আহত হন। এখন পর্যন্ত নিহতের কোন সংবাদ পাওয়া যায়নি এবং এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, বিস্ফোরণের ধরণ সম্পর্কে এ মুহুর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় সন্দেহ ভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ। আহত মিঠু জানান, রাতে রাসমেলার যাত্রা প্যান্ডেলে হঠাৎ কয়েকটি ককটেলের বিস্ফোরিত হয়। এতে ছয়জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ জানান, আহতদের পায়ের বিভিন্ন স্থানে ককটেলের স্প্লিন্টারের আঘাত রয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.