ক্যালিফোর্নিয়ার প্রতিবন্ধী সেবাকেন্দ্রে গুলি, নিহত ১৪

ডিসেম্বর ৩, ২০১৫

01যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যা করেছে দুই বন্দুকধারী। এতে আহত হয়েছেন অনেকে। পুলিশ প্রথমে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি। পরে পুলিশ প্রধান জ্যারদ বারগুনার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, তারা ৩ বন্দুকধারীকে খুঁজছেন। বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে স্যান বার্নার্ডিনো শহরের ইনল্যান্ড রিজিওনাল সেন্টারে এই হামলায় আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে রয়টার্সের খবরে জানানো হয়েছে। তবে এটি সন্ত্রাসী হামলা কিনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওই ভবনে ৬৭০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। ঘটনার সময় কতজন ছিলেন তা জানা না গেলেও আটকা পড়েছেন অনেকেই। তবে ভবন থেকে অনেকেই বেরিয়ে আসতে পেরেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলার পরপরই পুলিশের অভিযানে ব্যাপক গোলাগুলির মধ্যে এক নারী ও এক পুরুষ বন্দুকধারী নিহত হয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে। স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন, বন্দুকধারীরা ৩ জন হতে পারে। মুখোশ পরিহিত ৩ জনই ভারী অস্ত্রে সজ্জিত ও শরীরে বর্ম পরিহিত। তাদের কয়েকজন একটি এসইউভিতে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়েছে বলে জানিয়েছেন স্যান বার্নারডিনোর পুলিশ প্রধান জ্যারড বারজুয়ান। এফবিআই পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এটা জঙ্গি হামলার কোনো ঘটনা ছিল কি না- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এফবিআইয়ের সহকারী পরিচালক ডেভিড বোডিচ বলেন, হামলার উদ্দেশ্য এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। বলা হচ্ছে, ২০১২ সালে নিউটনে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গুলির ঘটনার পর এটিই যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলার সবচেয়ে বড় ঘটনা। নিউটনের স্কুলে ওই ঘটনায় হামলাকারীসহ ২৭ জন নিহত হয়। কলোরাডোর একটি ক্লিনিকে বন্দুক হামলার এক সপ্তাহের মধ্যেই এ ঘটনা ঘটলো। ওই হামলায় ৩ জন নিহত ও ৯ জন আহত হয়েছিল। – See more at: http://www.kalerkantho.com/online/world/2015/12/03/297523#sthash.Ndf5LFXS.dpuf

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.