সৌদি আরবে দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

নভেম্বর ১৮, ২০১৫

04সৌদি আরবের পূর্বাঞ্চলে শিয়া অধ্যুষিত কাতিফ এলাকায় দুজন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা যায়নি। স্থানীয় বাসিন্দা হুসেইন আল-নেমর জানান, বুধবার সকালের দিকে মহাসড়কের কাছে একটি তল্লাশি চৌকিতে হামলার ঘটনা ঘটে। এদিকে সৌদি আরবে শিয়াদের অভিযোগ, তাদের নানাভাবে কোণঠাসা করে রাখা হচ্ছে। প্রসঙ্গত, পূর্বাঞ্চলীয় ওই এলাকায় ২০১১ সালে শিয়াদের বিক্ষোভের পর ২৩ জনের তালিকা করে তাদের গ্রেপ্তার অভিযান শুরু করে পুলিশ। ইতিমধ্যে তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া ২০১১ সালের ওই শিয়া বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গত মাসে শিয়া নেতা নিমর আল-নিমরকে মৃত্যুদণ্ডাদেশ দেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। তবে মানবাধিকার কর্মীরা এর প্রতিবাদ জানায়। তারা এই শাস্তি কার্যকর না করার দাবি জানিয়ে নিমরকে শান্তিকামী সরকারবিরোধী নেতা অভিহিত করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.