ফাঁসির জন্য সাত দিন অপেক্ষার প্রয়োজন নাই

নভেম্বর ১৮, ২০১৫

03ঢাকা : মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আলী আহসান মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের জন্য সাত দিন অপেক্ষা করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

বুধবার রিভিউ পিটিশন খারিজ করে দেয়ার পর সন্ধ্যায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘বিশ্বে এরকম স্বচ্ছতার সাথে কোথাও যুদ্ধাপরাধীদের বিচার হয়নি। আমরা সব আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রায় কার্যকর করবো। তারা মার্সি পিটিশন করতে পারবেন। এরপর রায় কার্যকর করতে সরকার যে ব্যবস্থা উপযুক্ত মনে করবেন সেটাই হবে।’

রায় কার্যকর করার জন্য আর কী কী প্রক্রিয়া বাকি আছে জানতে চাইলে তিনি বলেন, ‘জেলকোডের ৯৯১ ধারায় বলা আছে, তারা মার্সি পিটিশন করবেন কি না তা জিজ্ঞাসা করা হবে। এর জন্য নির্ধারিত সময় দিতে হবে। যেহেতু জেলকোডে সাত দিন বলা আছে, কিন্তু জাজরা বলেছেন এটা নট অ্যাপ্লাই। আমার ধারণা সাত দিন অপেক্ষা করার প্রয়োজন নাই। সেক্ষেত্রে যে আনুষ্ঠানিকতার কথা বলছেন, তাদেরকে শিগগিরই জিঞাসা করা হবে তারা মার্সি পিটিশন করবেন কি না। তারপরই ফাঁসি কার্যকর করা হবে।’

তিনি আরো বলেন, ‘কিছুক্ষণের মধ্যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজি প্রিজনের সঙ্গে কথা বলবো। এবং এই যে আইন তার অন্য ব্যাখ্যা বা আইনের ব্যাপারে কোনো প্রশ্ন আছে কি না সেটা নিরসন করবো। আমরা এটাও জানতে পেরেছি যে, গতবার যখন কামারুজ্জামানের রায় কার্যকর করা হয় তখন রিভিউ পিটিশনের পূর্ণাঙ্গ রায়ের কপি জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়েছিল। এই ক্ষেত্রে সেটা করা হবে কি না সেটা আলোচনা করবো। সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.