শেখ হাসিনার কর্মকাণ্ডে মুগ্ধ মার্কিন কংগ্রেসওম্যান ডোনা

নভেম্বর ১৮, ২০১৫

36প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন কংগ্রেসওম্যান ডোনা এডওয়ার্ডস। শেখ হাসিনাকে বিশ্বের নারী জাতির অহংকার বলে তিনি উল্লেখ করেন। গত রোববার  যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি রেস্তোরাঁয় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় ডোনা কংগ্রেসওম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এ মন্তব্য করেন। ডোনা  বলেন, শেখ হাসিনার কাজের স্বীকৃতি স্বরূপ জাতিসংঘের পক্ষ থেকে ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার লাভ করেছেন। এ অর্জন  আগামী প্রজন্মের জন্য একটি  দৃষ্টান্তমুলক উদাহরণ হয়ে থাকবে। শান্তিপূর্ণ পৃথিবী গড়ার লক্ষ্যে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব আর গৃহিত পদক্ষেপের তিনি প্রতি গভীর শ্রদ্ধা জানান। শেখ হাসিনার যোগ্য এবং বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে বলে উল্লেখ করে ডোনা বলেন, শেখ হাসিনা বিশ্বের রোল মডেল হিসেবেও পরিচিতি লাভ করেছেন। সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের প্রতিও সমর্থন প্রকাশ করেন। এছাড়া, যুক্তরাষ্ট্রের মাটিতে লুকিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিকে ফেরত, জিএসপি সুবিধা ফেরত ইত্যাদি বিষয়ে কংগ্রেসওম্যান ডোনা এডওয়ার্ডসের সহযোগিতা কামনা করেন। সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন। নেতারা তাদের বক্তব্যে বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ ও মৌলবাদ দমনে শেখ হাসিনা বিশ্বে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। প্রতিনিয়ত তিনি বাংলাদেশের সমাজ থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মৌলবাদ দমন করে আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য একটি পৃথিবী গড়ার সংগ্রাম করছেন। বিশ্ব থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে কাজ করবে বলেও জানান তারা। সভায় উপস্থিত ছিলেন ড. খন্দকার মনসুর, আলাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট অমর ইসলাম, রফিক পারভেজ, দস্তগীর জাহাঙ্গীর, ওসমান খান মুন্সি, ড. বজলে হুদা, খন্দকার নুরুল ইসলাম, ড. পান্না ভট্টাচার্জ, ড, অভিজিৎ সাহা, মোস্তাফিজুর রাহমান, আব্দুর রহমান ও বৃষ্টি রহমান প্রমুখ। বক্তারা প্যারিস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপের কথা উল্লেখ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.