প্যারিস হামলার জের যুক্তরাষ্ট্রে একাধিক মসজিদে ভাঙচুর

নভেম্বর ১৮, ২০১৫

10ঢাকা: প্যারিস হামলার জের ধরে যুক্তরাষ্ট্রের একাধিক মসজিদে ভাঙচুর চালানো হয়েছে। দেশটিতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে হেট ক্রাইমের ঘটনাও বেড়েছে। এছাড়া সিরীয় শরণার্থীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির ২৭টি অঙ্গরাজ্য।‘দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস’ সংক্ষেপে কেয়ার জানিয়েছে, মাসাচুসেটস, ফ্লোরিডা, টেক্সাস, কেনটাকি, ভার্জিনিয়া, নেভরাস্কা, টেনেসি, ওহিও ও নিউইয়র্কসহ বিভিন্ন রাজ্যে মসজিদে ভাংচুর চালানো হয়েছে। এছাড়া মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে  হুমকি এবং ঘৃণার ঘটনাও বেড়েছে।

নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরের এক মসজিদের দেয়ালে কে বা কারা আইফেল টাওয়ারের ছবি এঁকে রাখে। সোমবার সকালে টেক্সাসের ফ্লুগেরভিল শহরের এক মসজিদে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র তছনস করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এমনকি তাদের রোষ থেকে রেহাই পায়নি মুসলিমদের ধর্মীয় গ্রন্থ কোরান শরিফও। ওইদিন সকালে মসজিদের প্রবেশের পর মুসল্লিরা দেখেন, বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কুরআনের ছেড়া পাতা। মসজিদের এখানে সেখানে ফেলে রাখা হয়েছে মল।

প্যারিস হামলার কয়েক ঘণ্টা পরই ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে কেয়ারের অফিসে হুমকি দেয়া হয়েছে। অন্যান্য মসজিদেও হুমকি দেয়া হচ্ছে। পোর্টল্যান্ডে এক মসজিদের বাইরে নামাজ পড়তে আসা মুল্লিদের নানা ভাষায় গালিগালাজ করা হয়।

এ সম্পর্কে কেয়ারের মুখপাত্র কোরেয় সেইলর মঙ্গলবার আল জাজিরাকে জানিয়েছেন,‘প্যারিস হামলা যেন যুক্তরাষ্ট্রের মুসলিমদের বিরুদ্ধে যা তা আচরণের লাইসেন্স দিয়েছে। দেশ জুড়ে চলছে ইসলাম বিরোধী তৎপরতা।’

এদিকে শুক্রবার প্যারিস হামলার পর যুক্তরাষ্ট্রের ২৭টি রাজ্য সিরীয় শরণার্থীদের নেবে না বলে জানিয়েছে। এদের মধ্যে ২৬টিতে রিপাবলিকানরা ক্ষমতায় রয়েছে। মাত্র একটির গভর্নর ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.