ফরিদপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

নভেম্বর ১৪, ২০১৫

13ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের পৃথক দুটি গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৪জন নিহত হয়েছেন।
চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল   জানান, রাত ২টার একদল ডাকাত এলাকায় প্রবেশ করলে গ্রামবাসী তা টের পেয়ে তাদের ধাওয়া করে। এসময় ডাকাতরা পালানো চেষ্টা করলে গ্রামবাসী ডাকাত ডাকাত বলে চিৎকার করায় আশেপাশের কয়েক গ্রামের লোক জেগে যায়।

পরে রাত তিনটার দিকে ইউনিয়ের চরদুর্গাপুর গ্রামে ২জন ও চৌধুরীডাঙ্গি এলাকায় আরো ২জন মোট ৪জন সন্দেহভাজন ডাকাতকে গণপিটুনি দিলে তাদের মৃত্যু হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসএসপি) কামরুজ্জামান জানান, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিতে গেলে এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে গণপিটুনি দিলে ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এখনো তাদের নামপরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে।

নভেম্বর ১৪, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.