নূর হোসেনকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

নভেম্বর ১৩, ২০১৫

40নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে রাত সাড়ে ১১টার দিকে বেনাপোলে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এর আগে ভারতীয় পুলিশ নূর হোসেন ও তার সঙ্গীকে বিএসএফের কাছে হস্তান্তর করে পেট্রোপোল সীমান্তে। রাত পৌনে দশটার দিকে বিজিবির হাতে নূর হোসেনকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার সকালে উলফা নেতা অনুপ চেটিয়া ও তার দুই সহযোগীকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমের মতে, অনুপ চেটিয়াকে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের আশপাশের কোনো এক জায়গা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাতের যে কোনো সময় নূর হোসেনকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে বিকেলের দিকে খবর আসে। স্থানীয় সংবাদকর্মীরাও অধীর অপেক্ষায় রয়েছেন।
ইতিমধ্যে যশোর পুলিশ, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন পোষাকে ও সাদা পোশাকে চেকপোস্টে অপেক্ষা করছে। চেকপোস্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রবেশ ফটক বন্ধ করে দেয়া হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.