পরিবেশ দূষণের দায়ে ৪ কারখানাকে ৪১ লাখ টাকা জরিমানা

নভেম্বর ১২, ২০১৫

04ঢাকা: পরিবেশ দূষণ করে কারখানা পরিচালনার দায়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের ৪টি ডাইং ও ওয়াশিং কারখানাকে ৪১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) একেএম মিজানুর রহমান কারখানা মালিক ও প্রতিনিধিদের তলব করে শুনানির মাধ্যমে মোট ৪১ লাখ টাকা জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার দায়ে গাজীপুরের জয়দেবপুরের কড্ডা এলাকার কেমিও ইউএসএ নিট ওয়্যার লিমিটেডকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে সিদ্দিরগঞ্জের কনসার্ন লিমিটেডকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া, পরিবেশগত ছাড়পত্র ছাড়া এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ব্যতীত কারখানা পরিচালনার দায়ে মিরপুর-২ এর রেগুলার ওয়াশিং প্লান্টকে ৪ লাখ টাকা এবং একই অপরাধে গাজীপুরের টঙ্গী এলাকার ক্যানকুন ওয়াশিং প্লান্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.