ভাল নেই বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের শারীরিক অবস্থা

নভেম্বর ১১, ২০১৫

15ভাল নেই বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী স্টিফেন হকিং এর শারীরিক অবস্থা। ‘মোটর নিউরোন ডিজিজ’-এর মতো মারাত্মক অসুখকে অতিক্রম করে গেলেও ইদানীং মোটেও শরীর ভালো যাচ্ছে না ৭৩ বছর বয়সী এই বিজ্ঞানীর।শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছু সেমিনার ও বক্তৃতা বাতিল করেছেন তিনি।
লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে বক্তৃতা দেওয়ার কথাছিল তাঁর। রেইথ লেকচার বিজ্ঞানের দুনিয়ায় অন্যতম সেরা চিন্তাভাবনার আসর। সেখানেই ব্ল্যাক হোলের প্রকৃতি নিয়ে বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর। উপস্থিত বিজ্ঞানপ্রেমীদের প্রশ্নের উত্তরও তিনি দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এই কর্মসূচি বাতিল করেছেন তিনি। শুধু এই বক্তৃতাই নয়, আরও বেশ কিছু সেমিনারেও তিনি থাকতে পারছেন না বলেই জানা গিয়েছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র তাঁর অনুপস্থিত নিশ্চিত করেছেন। কিন্তু প্রফেসর স্টিফেন হকিংয়ের ঠিক কী হয়েছে তা জানাননি তিনি।
এই বক্তৃতা দেওয়া নিয়ে প্রফেসর হকিং নিজে খুব আশাবাদী ছিলেন।তিনি জানিয়েছিলেন, তাঁর এই বক্তৃতা মানুষকে বিজ্ঞানের নতুন নতুন সম্ভাবনা নিয়ে ভাবতে উৎসাহিত করবে। তাঁর আশা ছিল, এই বক্তৃতায় তাঁর বলার বিষয় তরুণ প্রজন্মকে অনেকখানি অনুপ্রেরণা দেবে। নতুন নতুন আবিষ্কারে বিশ্বের রহস্য জানতে তাদের আরও উৎসাহিত করার মতো করেই সাজিয়েছিলেন তাঁর বক্তৃতা। কিন্তু আপাতত সেই উৎসাহ ও অনুপ্রেরণা থেকে বঞ্চিতই হতে হচ্ছে আপামর বিজ্ঞানপ্রেমীদের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.