দুই দশকে সবচেয়ে বেশি শিরোশ্ছেদের রেকর্ড সৌদিতে

নভেম্বর ১১, ২০১৫

20সৌদি আরবে গত ২০ বছরের চেয়ে ২০১৫ সালে সবচেয়ে বেশি শিরোশ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত সোমবার প্রকাশিত এক পরিসংখ্যানে তারা জানায়, চলতি বছর এখন পর্যন্ত ১৫১ জনের শিরোশ্ছেদ করা হয়েছে যা ১৯৯৫ সালের পর সর্বোচ্চ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আফ্রিকা ও মধ্যপ্রাচ্য বিষয়ক উপ-পরিচালক জেমস লিঞ্চ বলেন, সৌদি কর্তৃপক্ষে আগের চেয়ে বেশি শিরোশ্ছেদ করছে। পরিসংখ্যান অনুযায়ী গড়ে প্রতি দুইদিনে একজনের শিরোশ্ছেদ করা হচ্ছে বলে জানায় অ্যামনেস্টি। এর আগে ১৯৯৫ সালে সর্বোচ্চ ১৯২ জনের শিরোশ্ছেদ করা হয়। এছাড়া অনেকেই সুষ্ঠু বিচার পায়না বলেও অভিযোগ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটি। এছাড়া অনেক বিদেশিও এই বিচারের শিকার হয়েছে। রিপোর্ট বলছে, মাদক চোরাচালান সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬৩ জনের ৪৫জনই বিদেশি। ২০১৫ সালে মোট ৭১ জন বিদেশিকে এই শাস্তি দেয় তারা।  সৌদি আরবের রাজনৈতিক বিশেষজ্ঞ খালিদ আল-দাখিল অ্যামনেস্টির এই রিপোর্টকে চ্যালেঞ্জ করে বলেছেন যে, তারা ইরানের ইতিহাস তুলে ধরতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘ইরান সৌদি আরবের চেয়ে অনেক বেশি শিরোশ্ছেদ করে কিন্তু তাদের কোনো নেতিবাচক প্রচার নেই। শুধুমাত্র সৌদি আরবের ক্ষেত্রেই সবাই এটা নেতিবাচকভাবে নেয়।’ রিপোর্ট অনুযায়ী সৌদি আরব, ইরান, চীন, যুক্তরাষ্ট্র এবং ইরাক বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদন্ড দিয়ে থাকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.