‘মিশরে বিধ্বস্ত রুশ প্লেনে বোমা ছিলো’

নভেম্বর ৬, ২০১৫

01ঢাকা: সম্প্রতি মিশরের সিনাই উপদ্বীপের মধ্যাঞ্চলে ২২৪ আরোহী নিয়ে রাশিয়ার কোলাভিয়া এয়ারলাইন্সের বিধ্বস্ত হওয়া প্লেনে সন্ত্রাসীদের বোমা রাখাকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের সিয়াটেল রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো শুক্রবার (০৬ নভেম্বর) সকালে এ তথ্য জানায়।
প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ওই প্লেনে সম্ভবত একটি বোমা রাখা ছিলো। যা প্লেনটি বিধ্বস্তের কারণ ছিলো।
তিনি বলেন, যখনই কোনো প্লেন বিধ্বস্ত হয়েছে, প্রথমে সেটিকে ট্র্যাজেডি হিসেবে নেওয়া হয়েছে। সঠিক তদন্তের বিষয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমি মনে করি সন্ত্রাসীদের রাখা বোমাই প্লেনটি বিধ্বস্তের সম্ভাব্য কারণ। এবং আমরা এ বিষয়টি কঠোরভাবে নিয়েছে।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার আগে প্লেনটি মিশরের সিনাইয়ের পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। এ৩২০ এয়ারবাসের ৭কে ৯২৬৮ নং ফ্লাইটটি মিশরের লোহিত সাগর উপকূলের পর্যটন শহর শার্ম আল-শেইখ থেকে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫১ মিনিটে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে উড়াল দেয়। আরোহীদের মধ্যে ১৭ শিশুসহ ২১৭ জন যাত্রী ছিলেন, যাদের সবাই রাশিয়ান পর্যটক। বাকি সাত জন ছিলেন ক্রু।
উড্ডয়নের ২৩ মিনিট পর ১০টা ১৪ মিনিটে সিনাই উপদ্বীপে পৌঁছালে এটি সংশ্লিষ্ট এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। পরে সিনাইয়ের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্লেনটি সেখানকার পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়েছে। ওই ঘটনায় প্লেনটির সব আরোহী মারা যায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়।

নভেম্বর ০৬, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.