জাতীয় পুরস্কার ফেরাচ্ছেন অরুন্ধতী, কুন্দনও

নভেম্বর ৫, ২০১৫

34ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার জেরে খুনের প্রতিবাদে এবার জাতীয় পুরস্কার ফিরিয়ে দিতে চলেছেন বুকার প্রাইজ প্রাপ্ত সাহিত্যিক অরুন্ধতী রায়। একই প্রতিবাদে জাতীয় পুরস্কার ফেরাচ্ছেন পরিচালক কুন্দন শাহও।
অরুন্ধতী রায় ধর্মীয় অসহিষ্ণুতার তীব্র সমালোচনা করে নিজের ব্লগে লিখেছেন, ‘প্রথমত, গণপিটুনিতে হত্যা, গুলিচালনা, পুড়িয়ে দেওয়া ও গণহত্যার ঘটনাগুলিতে অসহিষ্ণুতা শব্দটিও ব্যবহার করা ভুল। যারা জীবিত, তাদের কাছেও এই সমাজ নরক হয়ে দাঁড়াচ্ছে। লক্ষ লক্ষ দলিত, আদিবাসী, মুসলিম ও খ্রিস্টান আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা জানেন না, কখন কোন দিক থেকে অত্যাচার নেমে আসবে।’ ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’ ছবিটিতে সেরা চিত্রনাট্য বিভাগে ১৯৮৯ সালে জাতীয় পুরস্কার পান অরুন্ধতী রায়। অরুন্ধতী ছাড়াও এদিন জাতীয় পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করেন পরিচালক কুন্দন শাহও। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সস্টিটিউট অফ ইন্ডিয়া-এর চেয়ারম্যান পদে বিজেপি সদস্য ও অভিনেতা গজেন্দ্র চৌহানের নিয়োগ ও অসহিষ্ণুতার প্রতিবাদেই জাতীয় পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন কুন্দন। ‘জানে ভি দো ইয়ারোঁ’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন এই পরিচালক।-

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.