‘মুক্তিযুদ্ধের পর কখনও এতোটা অনিরাপদ বোধ করিনি

নভেম্বর ৪, ২০১৫

07দুর্বৃত্তদের হামলায় নিহত জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, গতকাল পর্যন্ত আমি উদ্বিগ্ন ছিলাম না। তবে আজ সকাল থেকে আমি উদ্বিগ্ন। অধ্যাপক আবুল কাসেম বলেন, আমি অনিরাপদ বোধ করছি, যেমনটা ১৯৭১ সালে বোধ করেছিলাম। মুক্তিযুদ্ধের পর আমি কখনও এতোটা অনিরাপদ বোধ করিনি।

আবুল কাসেম ফজলুল হকের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে ফোন করে হুমকি দেয়। টেলিফোনে হুমকি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তবে পুলিশ আমাদের কতক্ষন পর্যন্ত নিরাপত্তা দিবে। আমরা হাটে যাই, বাইরে যাই যেকোন জায়গায়ইতো আমাদের মেরে ফেলতে পারে। অভিজিৎকে লক্ষ লক্ষ মানুষের মধ্যে মেরে ফেলেনি।

গত শনিবার আজিজ সুপার মার্কেটে প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির অফিসে ফয়সল আরেফিন দীপনকে হত্যা করা হয়। এ ঘটনার পর মানুষের শুভবুদ্ধির উদয় চেয়েছিলেন আবুল কাসেম ফজলুল হক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.