তুরস্কে সন্দেহভাজন আইএস ও পুলিশের গুলি বিনিময়ে নিহত ৬

অক্টোবর ২৬, ২০১৫

07তুরস্কের কুর্দি-প্রধান দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রধান নগরী দিয়ারবাকিরে সোমবার ইসলামিক স্টেট (আইএস) ও পুলিশের মধ্যে গুলি বিনিময়ে আইএস-এর সন্দেহভাজন চার জঙ্গি ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
নিরাপত্তা কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, নগরীর একটি এলাকার বেশ ক’টি বাড়িতে ভোরবেলা পুলিশ জিহাদি জঙ্গিদের লুকিয়ে থাকার সন্দেহে তল্লাশি চালালে জঙ্গিরা সেখান থেকে গুলি চালাতে শুরু করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এএফপি’র এক সাংবাদিক জানিয়েছেন, সেখানে এখনো পর্যন্ত ভয়াবহ বন্দুক লড়াই চলছে। পুলিশ আশঙ্কা করছে ওই এলাকায় অন্য আরো জঙ্গি লুকিয়ে রয়েছে।
কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করছে যে, দলটি আঙ্কারায় ১০ অক্টোবর কুর্দি সমর্থকদের এক সমাবেশে জোড়া আত্মঘাতি বোমা হামলার সঙ্গে জড়িত। এ যাবত সবচেয়ে ভয়াবহতম ওই বোমা হামলার ঘটনায় একশো দুই জন নিহত হয়।
পুলিশ গত দু’সপ্তাহ ধরে বেশ কজন সন্দেহভাজন জিহাদির চারপাশে ঘোরাফেরা করছিল। অভিযুক্ত ওই চার ব্যক্তি আঙ্কারা হামলার সঙ্গে জড়িত।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.