তারা কি আইএসের কথা বলে হস্তক্ষেপ করতে চায়?

অক্টোবর ২৬, ২০১৫

06ঢাকা: বাংলাদেশে নিরাপত্তা ইস্যুতে পশ্চিমা দেশগুলোর ভূমিকার কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেছেন, তারা কি আইএসের কথা বলে বাংলাদেশে হস্তক্ষেপ করতে চায়।

চ্যানেল আইয়ে ‘যুগান্তর সংবাদপত্রে বাংলাদেশ’  অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ইকবাল সোবহান চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রেতো বাংলাদেশের নাগরিক মারা যায়। তাহলে আমাদেরও তো উচিত সেখানে সতর্কতা জারি করা। যুক্তরাজ্যেও এ ধরনের ঘটনা ঘটে। এখানে পশ্চিমা কিছু দূতাবাস সতর্কতা জারি করছে। অন্যান্য দেশের নাগরিকওতো এখানে রয়েছে। তারাতো কোন সতর্কতা জারি করছে না। তিনি বলেন, কিছু দূতাবাসকে সতর্ক করে দেয়া প্রয়োজন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.