রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে রোডমার্চ

অক্টোবর ১৬, ২০১৫

08ঢাকা: রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ১৬-১৮ অক্টোবর ঢাকা-সুন্দরবন রোডমার্চ উপলক্ষে রাজধানীর প্রেসক্লাবে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে গণতান্ত্রিক বাম মোর্চার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষেই রোডমার্চ শুরু হওয়ার কথা রয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক, জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতুল্লাহ, গণতান্ত্রিক বিপ্লবি পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু জুনায়েদ সাকিসহ আরও অনেকে।
দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত সম্পূর্ণ উপেক্ষা করে সরকার রামপাল বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে উল্লেখ করে সমাবেশে বক্তারা অচিরেই এ প্রকল্প বাতিলের দাবি জানান। সেই সঙ্গে পরিবেশের ক্ষতিকারক কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের পরিবর্তে গ্যাসভিত্তিক প্রকল্প স্থাপনের পরামর্শও দেন তারা।
বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্পই আছে, কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই।
এদিকে, সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাবের সামনের সড়কে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.