দুর্গাপুঁজা কেবল আমাদের নয় সকলের উৎসব: দেব

অক্টোবর ১০, ২০১৫

11কলকাতার হার্টথ্রব নায়ক দেব। যার রয়েছে দেশ বিদেশ মিলে অসংখ্য ভক্ত আর অনুরাগি। এখন পুজোর সময় সকলের মত দেব ও ব্যস্ত সময় পার করছেন। কেনাকাটা পরিবার পরিজন নিয়ে ঠিক যেন দায়ীত্ব নিয়ে কাজ করছেন দেব। সম্প্রতি দেব তার নিজের ভেরিফাইড পেজে একটি ছবি প্রকাশ করেন যেখানে লেখা ছিল, অনাথ আশ্রম হোক বা বৃদ্ধাবাস, তাদের খুশি রাখতে আমরা জামাকাপড়, খাবার তো দিতেই পারি। পুজোর একটা দিন অন্তত এদেরকে ঠাকুর দেখাতে নিয়ে যান। এর থেকে ভালো আর কীই বা হতে পারে। এছাড়াও দেব লিখেছেন আরো অনেক কথা।

বিডি টুয়েন্টিফোর লাইভ’র পাঠকদের উদ্দেশ্যে হুবুহু তুলে ধরা হচ্ছে দেবের লেখাটি:

দেব নিজের স্ট্যাটাসে বলেন, পুজোর সময় আমরা কেবলই নিজেদের খুশির কথা ভাবি। কিন্তু এর বাইরে এমন মাসুষেরা সেমাজে আছেন যাঁরা কেমন আছেন, খুশিতে আছেন কিনা সে সম্পর্কে খোঁজ রাখি না। আমার মনে হয়, আমাদের মতো মানুষেরা যখন কোন মঞ্চে পৌছাই তখন অনেক মানুষের মনে খুশি দিতে পারি। তবুও সকলকে হয়তো খুশিতে রাখতে পারি না। যাঁরা আমাকে চেনেন, তাদের সকলের কাছে আমার অনুরোধ, দুর্গাপুজো কেমবল আমাদের নয় সকলের উৎসব। যাঁরা স্বচ্ছল তাঁরাও যেমন উৎসবে সামিল হন, যারা ততটাও স্বচ্ছল নন এই পুজোতে তাঁদেরও সামিল করতে হবে। আপরের খুশির জন্য হাত বাড়িয়ে দিন। অনাথ আশ্রম হোক বা বৃদ্ধাবাস, তাদের খুশি রাখতে আমরা জামাকাপড়, খাবার তো দিতেই পারি। পুজোর একটা দিন অন্তত এদেরকে ঠাকুর দেখাতে নিয়ে যান। এর থেকে ভালো আর কীই বা হতে পারে। দেব

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.