উদীচী ঢাকা মহানগরের সাংগঠনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অক্টোবর ৯, ২০১৫

14ঢাকা: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের উদ্যোগে দিনব্যাপী সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রথম পর্বে মানুষ ও সংস্কৃতি: রূপান্তরের ইতিহাস এবং সংস্কৃতি-সাংস্কৃতিক আন্দোলন বিষয়ে আলোচনা হয়েছে। আলোচক ছিলেন ডা. শাহীন রহমান।

দ্বিতীয় পর্বে অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতি: সম্পর্ক বিশ্লেষণ এবং সমকালীন আর্থ-রাজনীতিক প্রেক্ষাপটে উদীচীর করণীয় শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এম এম আকাশ।

মধ্যাহ্ন বিরতির পর তৃতীয় পর্বে ছিল সংগঠন, গণসংগঠন, সংগঠক ও নেতৃত্ব এবং গণসংগঠন হিসেবে উদীচীর ঐতিহাসিক ভূমিকা বিষয়ক আলোচনা। এ পর্বে আলোচক ছিলেন উদীচীর সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রানা।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি নিবাস দে। এরপর শেষ পর্বে ছিল উদীচী ঢাকা মহানগর সংসদের কর্মীসভা।

দিনব্যাপী কর্মসূচিতে উদীচী ঢাকা মহানগর সংসদের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা সংসদের নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশ নেন।

অক্টোবর ০৯, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.