টাঙ্গাইলে দুই থানার ওসি প্রত্যাহার

সেপ্টেম্বর ২১, ২০১৫

303জেলার কালিহাতী উপজেলায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ঘাটাইল ও কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।

জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার বিষয়টি নিশ্চিত করে সোমবার  জানান,ঘাটাইল থানার ওসি মোখলেছুর রহমান ও কালিহাতী ওসি শহিদুর ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এ ঘটনায় শনিবার রাতে কালিহাতী থানার তিন উপ-পরিদশক (এসআই) ও চার পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

গত ১৫ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের রফিকুল ইসলাম রোমা ও তার সহযোগীরা স্থানীয় আলামিন ও তার মাকে বিবস্ত্র করে নির্যাতন চালায় বলে অভিযোগ উঠে। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে শুক্রবার কালিহাতীতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে তিনজন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু হয়।

এদিকে জনতার বিক্ষোভে গুলিতে হতাহতের ঘটনায় শনিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর। কমিটিকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

২১সেপ্টেম্বর ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.