ফেসবুকে হতাশায় মধ্যবয়সী নারীরা

সেপ্টেম্বর ২১, ২০১৫

302ফেসবুকে অ্যাকাউন্ট খোলার কিছুদিন পর রীতিমতো হতাশায় ভোগেন মধ্যবয়সী নারীরা। আর এর অন্যতম কারণ, ফেসবুকে বন্ধুদের মাঝে নিজের ছবি প্রকাশ। সম্প্রতি অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক ‘সেক্স রোলস’ জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে এ তথ্য প্রকাশ করেন। গবেষণায় বলা হয়, নারীরা নিজেদের দৈহিক সৌন্দর্য নিয়ে হতাশা বোধ করেন তিরিশের পর থেকে। গবেষকদের একজন সামান্থা স্ট্রোঞ্জ বলেন, ফেসবুকে তারা যখন নিজেদের ছবি আপলোড করেন এবং এগুলো দেখেন, তখন তাদের মনটা আরও খারাপ হয়ে যায়।

তবে, এ বয়সী নারীদের যারা ফেসবুক ব্যবহার করেন না তারা নিজের ওপর দারুণ সন্তুষ্ট।

এ গবেষণায় অংশ নেন ১১ হাজার মানুষ যাদের ৬২.৫ শতাংশ নারী এবং যাদের ৩৭.৫ শতাংশের বয়স ১৮ বছরের বেশি। বাকিদের বয়স ৪৯ বছরের মধ্যে। এদের মধ্যে ফেসবুক ব্যবহারকারী যেমন আছেন, আবার ব্যবহার করেন না এমনও আছেন। গবেষণায় অংশ নেয়াদের ৬৯ শতাংশের ফেসবুক প্রোফাইল রয়েছে।

নারীরা গড়ে পুরুষদের চেয়ে বেশি সময় ফেসবুক ব্যবহার করেন বলেও গবেষণায় উল্লেখ করা হয়।

ব্যবহারকারীদের মধ্যে যাদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে তাদের অধিকাংশের মনে নিজেকে নিয়ে হতাশা কাজ করে। অন্যদিকে, যাদের বয়স ১৮-৩০-এর মধ্যে তাদের ফেসবুক ব্যবহার নিয়মিত কাজের অংশ এবং নিজেকে নিয়ে তাদের মনে কোনো হতাশা কাজ করে না।

তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস

২১ সেপ্টেম্বর ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.