ওয়াজ মাহফিলে দুই অর্ধনগ্ন নারীর হামলা!

সেপ্টেম্বর ১৫, ২০১৫

ঢাকা: প্যারিসের অদূরে পনটয়েজ় নামে একটি অঞ্চলে অডিটরিয়ামে চলছিল ওয়াজ মাহফিল। মঞ্চে তখন বক্তৃতা দিচ্ছিলেন দুই অতিথি। সবাই তখন তাদের ধর্মীয় কথার মধ্যেই ডুবেছিলেন।

এরই মধ্যে হঠাৎ করে প্রতিবাদী স্লোগান দিতে দিতে টপলেস হয়ে মঞ্চে ওঠে পড়েন আলজেরিয়া ও টিউনিসিয়ার দুই নারী। তারা তখন চিৎকার চেঁচামেচি করতে থাকে। বক্তাদের কাছ থেকে মাইক কেড়ে নিয়ে স্লোগান দিতে থাকে। কিন্তু তখনও কিছুই বুঝে উঠতে পারেননি ধর্মীয় সভায় উপস্থিত কেউ।

তারা ‘ফেমেন’ নামে এক চরমপন্থি নারীবাদী প্রতিবাদী গোষ্ঠীর সদস্য। দুই নারীর শরীরে লেখা ছিল ‘No one will submit me, I am my own prophet’ স্লোগান অর্থাৎ ‘আমি কারও অধীন নই, আমিই আমার অধীন’।

পরে অবশ্য নিরাপত্তারক্ষীরা মঞ্চ থেকে ওই দুই নারীকে সরিয়ে নিয়ে যায়। পুলিশি মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় ওয়াজ মাহফিলে।

গত শনিবার এ ঘটনা ঘটলেও সোমবার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে এ খবর প্রকাশ করা হয়।

এদিকে ‘ফেমেন’র প্রধান ইনা শেভচেংকোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা দিয়েছে ওয়াজ মাহফিল আয়োজনকারী সংগঠনের নেতারা।

তবে নিজেদের করা ওই উদ্ভুত কাণ্ডের স্বপক্ষেই মন্তব্য করেছেন ইনা শেভচেংকো। তিনি বলেন, ‘এই প্রতিবাদ করে আমরা কোনো ভুল করিনি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.