‘গণপরিবহনের ভাড়া বাড়ছে ১ অক্টোবর থেকে’

সেপ্টেম্বর ১১, ২০১৫

গ্যাসের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আগামী ১ অক্টোবর থেকে গণপরিবহনের ভাড়া বাড়ছে। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এই তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, গণপরিবহনের ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা বাড়িয়ে ১ টাকা ৭০ পয়সা করা হয়েছে। বাসের সর্বনিম্ন ভাড়া ৫ টাকা থেকে ৭ টাকা নির্ধারণ করা হয়েছে।  আগামী ১ অক্টোবর থেকে এই ভাড়া কার্যকর হবে।

তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশার নতুন ভাড়া ১ নভেম্বর থেকে কার্যকর হবে। সিএনজিচালিত অটোরিকশার প্রথম দুই কিলোমিটার ভাড়া ২৫ টাকা থেকে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.