সায়েদাবাদে গণছিনতাই, আহত ৩

সেপ্টেম্বর ১০, ২০১৫

 vvvbঢাকা: রাজধানীর সায়েদাবাদ এলাকায় ট্রাফিক পুলিশ দম্পতিসহ ৩ জন ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন।

আহতরা হলেন- ট্রাফিক পুলিশ কনস্টেবল মোবারক হোসেন (৩২), তার স্ত্রী সুমি আক্তার (২৫) ও ঢাকা কলেজের অনার্সের ছাত্র রাশেদ (২১)। এ সময় আরও কয়েকজন ছিনতাইকারী দলের কবলে পড়েন বলে তারা জানান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে সায়েদাবাদ ব্রিজের কাছে ইসলামী ব্যাংকের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে। আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে মোবারক হোসেন ও তার স্ত্রীকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়।

ট্রাফিক পুলিশ কনস্টেবল মোবারক হোসেন  জানান, সায়েদাবাদ ব্রিজের কাছে ইসলামী ব্যাংকের সামনে রাস্তায় পৌঁছলে ১০-১২ জন ছিনতাইকারী তার পায়ে ছুরিকাঘাত করে এবং তার স্ত্রীর কানের দুল ছিঁড়ে নেয়। এ সময় তারা তার কাছে থাকা ৫ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়। সেখান থেকে যাওয়ার সময় ঢাকা কলেজের ছাত্র রাশেদকে ছুরিকাঘাত করে তার মানিব্যাগ এবং মোবাইলও নিয়ে যায় ছিনতাইকারীরা।

পশ্চিম বিভাগ ট্রাফিক জোনের এই পুলিশ কনস্টেবল আরও জানান, এ সময় আরও বেশ কয়েকজন ছিনতাইকারীদের কবলে পড়ে।

যাত্রবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর জানান, ছিনতাইয়ের ঘটনার পরপরই পুলিশ অ্যাকশনে যায়। কিন্তু তার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.