ত্বকীর হত্যাকারীরা সনাক্ত

মার্চ ১৭, ২০১৩
taukiঢাকা জার্নাল: পুলিশ দাবী করেছে, নারায়ণগঞ্জের মেধাবী তরুণ তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা গেছে।
রোববার দুপুরে নারায়ণগঞ্জে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।
এসপি নুরুল বলেন, “তদন্তে এ হত্যার ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়েছে। সেখান থেকে বলা যায়, ‘হত্যাকারীদের শনাক্ত করা গেছে’। ‘হত্যাকারীদের শনাক্ত করা গেছে’।
হত্যাকারী কারা বা এ হত্যার কারণ কী জানতে চাইলে তিনি বলেন, “আমরা এখনো তদন্তের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইনি। তাই তদন্তের স্বার্থে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছি না।”
হত্যাকারীদের শনাক্ত করার পরও কেন গ্রেফতার করা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে এসপি বলেন, “তারা নজরদারির মধ্যে রয়েছে। পুলিশের বেশ কয়েকটি দল মাঠে কাজ করছে।”
৬ মার্চ নিখোঁজ হওয়ার পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীতে তানভীরের লাশ পাওয়া যায়।
তানভীরের বাবা রফিউর রাব্বি শনিবার অভিযোগ করেন, সরকারের উচ্চপর্যায় থেকে চাপ থাকায় পুলিশ লোক দেখানো তদন্ত করছে। মূল হোতাদের ধরা হচ্ছে না। হত্যায় জড়িত অনেকেই বিদেশে পালিয়ে গেছে।
শুক্রবার তানভীর হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে মেয়র আইভী ও তানভীরের বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এই হত্যাকাণ্ডের জন্য শামীম ওসমানের পরিবারকে দায়ী করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.