সরকারের ছাতায় দখলবাজদের উৎপাত: ইনু

আগস্ট ২৫, ২০১৫

স্বাধীনতা পরবর্তীকালে জাসদের ভূমিকা নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্য নিয়ে পাল্টা বিবৃতি দেওয়ার পর মঙ্গলবার এই অভিযোগ তুললেন তিনি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক জাসদের সভাপতি ইনু বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে জানবাজি লড়াই চলছে। আমরা সেই লড়াইকে বিজয়ের শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি; মাঝখানে দলবাজি, দখলবাজিদের উৎপাত শুরু হয়েছে।”

মঙ্গলবার রাজধানীর জিরো পয়েন্টে জাসদ কার্যালয়ের সামনে দলের এক সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

‘সন্ত্রাস, নাশকতা, দুর্নীতি, দখলবাজী বন্ধ কর-সুশাসন কায়েম কর’ স্লোগানে এই সমাবেশে জাসদের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, কেন্দ্রীয় নেতা শিরিন আখতার, নুরুল আক্তার, মইনুল আহসান জুয়েল বক্তব্য রাখেন।

ইনু বলেন, “সরকারের ভাবমুর্তি ক্ষুণ্ন হয়, এমন কিছু আমরা হতে দেব না। এসব দলবাজ, দখলবাজদের উৎপাত আমরা সহ্য করব না।”

দখলবাজিতে কোন দলের সদস্যরা যুক্ত, তা স্পষ্ট করেননি জাসদ সভাপতি।

শেখ সেলিমের বক্তব্যের প্রতিক্রিয়ায় এক দিন আগেই জাসদের এক বিবৃতিতে বলা হয়, তা ১৪ দলের ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।

তার আগের দিন এক সমাবেশে শেখ সেলিম বলেছিলেন, স্বাধীনতা পরবর্তীকালে জাসদের ভূমিকা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরি করে দিয়েছিল।

‘বৈজ্ঞানিক সমাজতন্ত্রের’ আওয়াজ তুলে স্বাধীনতার পর আওয়ামী লীগ থেকে একটি অংশ জাসদ গড়ে তুলে বঙ্গবন্ধু সরকারের চরম বিরোধিতায় নেমেছিল।

তবে পরে ’৮০ এর দশকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যোগ দেয় জাসদ। কয়েকভাবে বিভক্ত হয়ে মাঝে চলে গেলেও এখন আবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে রয়েছে দলটি, অংশ নিয়েছে সরকারেও।

ঢাকা জার্নাল, আগস্ট ২৫, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.