যৌক্তিক হলে ৫৭ ধারা সংশোধন

আগস্ট ২৫, ২০১৫

anisulঢাকা জার্নাল: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমর্থন করে না সরকার। কোনো প্রতিষ্ঠান নয়, ব্যক্তিকে বিচারের আওতায় আনা হবে। র্যাব তার কার্যক্রম প্রমাণে স্বাক্ষর রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে এসব কথা বলেন মন্ত্রী।

‘তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগ এবং এই ধারা সংশোধনের সুপারিশ রয়েছে’ এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যদি যৌক্তিক হয় তাহলে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা সংশোধন করব।

সম্প্রতি হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজুসহ ক্রসফায়ারে কয়েকজনের মৃত্যু এবং তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে বিতর্কের ঘটনায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

ঢাকা জার্নাল, আগস্ট ২৫, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.