সোনালী ব্যাংকের সিবিএ নেতার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

আগস্ট ১৮, ২০১৫

dodukঢাকা: সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের এক সিবিএ নেতার বিরুদ্ধে নামে-বেনামে প্রায় শ’ কোটি টাকার সম্পদের অভিযোগ ওঠেছে।
অভিযোগ যাচাই করে সিবিএ নেতা মো. হাসান খসরুর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি কমিশন এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে অনুসন্ধানকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্রটি জানায়, সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের সিবিএ নেতা মো. হাসান খসরু ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

শিগগিরই অভিযোগ অনুসন্ধানে এ সিবিএ নেতা ও তার স্ত্রীকে নথিপত্রসহ জিজ্ঞাসাবাদ করা হবে।

অভিযোগ অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তদারককারী কর্মকর্তা হিসেবে কাজ করছেন।

ঢাকা জার্নাল, আগস্ট ১৮, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.