‘আগে মিডিয়া দেখুক’ টিআইবি’র প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মন্ত্রী

আগস্ট ৫, ২০১৫

2012-08-25-07-43-02-50388206f1458-nurul_islam_nahidঢাকা জার্নাল: টিআইবি’র প্রতিবেদনে প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের অবহেলাকে দায়ী করা হলেও, ‘প্রশ্নফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’ বলে দাবি করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম।

আর নিজের অবস্থানের পক্ষে দোহাই মানলেন সংবাদমাধ্যমকে। বললেন, ‘টিআইবি গণমাধ্যমের খবর দেখুক।’

টিআইবির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বুধবার (০৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

টিআইবি’র প্রতিবেদনে পাবলিক পরীক্ষায় বিভিন্ন সময়ে প্রশ্নফাঁসের পর শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া, নজরদারি না করায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে অবহেলাকে দায়ী করা হয়েছে।

টিআইবি’র উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ (তাদের) গতকাল-আজকের মিডিয়া-পত্রিকা দেখতে বলবেন, এদেরকে ধরা হয় কি না, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আগে পড়ুক, তারপর মনিটরিং করতে বলবেন।‘

চলতি বছরের কারিগরি শিক্ষা বোর্ডের প্রশ্নফাঁসের ঘটনায় সম্প্রতি বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সেই নজিরকে সামনে টেনে শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা প্রশ্নফাঁস করে তারা গ্রেফতার হয়ে সাত দিন ধরে মিডিয়ার সামনে, আপনারাইতো রিপোর্ট দিচ্ছেন। আগে রিপোর্ট পড়ুক তারপর…।’

সম্প্রতি ছয় মাধ্যমে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে বলে ‘পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস: প্রক্রিয়া, কারণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে দুর্নীতি বিরোধী ওয়াচ ডগ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

কোচিং সেন্টার, গাইড বই ব্যবসা, মোবাইল/ওয়েবসাইট/সামাজিক যোগাযোগ, রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠী, ফটোকপির দোকান এবং শিক্ষার্থী/অভিভাবক/বন্ধু/স্বজনদের মাধ্যমে এসব প্রশ্ন ছড়াচ্ছে বলে প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়।

সর্বশেষ এসএসসি-এইচএসসিতে প্রশ্ন ফাঁস হয়নি দাবি করে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, ‘কিছু লোক ভুয়া প্রশ্ন বানিয়ে টাকা পয়সা আয় করেছে’। অবশ্য বিষয়টি মিডিয়ায় প্রকাশ করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমরা ২০/২৫ জনকে ধরেছি,তবে মিডিয়াকে বলিনি, প্রকাশ করিনি।’

তবে কারিগরিতে প্রশ্ন ফাঁসের যে চেষ্টা হয়েছে তা স্বীকার করে সচিব বলেন, ‘জানার সাথে সাথে মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আইটি দিয়ে খুঁজে বের করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পাশাপাশি প্রশ্নফাঁস স্থায়ীভাবে বন্ধ করতে প্রশ্ন ছাপার পদ্ধতি পরিবর্তন করে এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম করার কাজে হাত দেওয়া হচ্ছে বলে জানান শিক্ষাসচিব।

ঢাকা জার্নাল, আগস্ট ০৫, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.