৪০০ শ্রমিকের রাতের আশ্রয় মুক্তি ভবন

জুলাই ১৩, ২০১৫

Garmentsঢাকা জার্নাল: দিনভর অবস্থান কর্মসূচির পর সোয়ান গার্মেন্ট শ্রমিকদের রাতের আশ্রয়স্থল পল্টনে মুক্তি ভবনের সামনে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সহায়তায় শ্রমিকরা সেখানে আশ্রয় নেয়।

রোববার সকাল ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সোয়ান গার্মেন্ট শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে এ কর্মসূচি শুরু করে। প্রায় ১৩০০ শ্রমিকের ৩ মাসের  বেতন-বোনাস পাওনা রয়েছে।

রাতে তাদের পল্টনে আশ্রয় নিয়ে আবার তারা সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। বকেয়া বেতন ও বোনাস না পাওয়া পর্যন্ত টানা কর্মসূচি চালিয়ে যারার ঘোষণা রয়েছে শ্রমিকদের।

শ্রমিকরা জানান, মুক্তি ভবনের বারান্দায়, বারান্দার নিচে, গ্রাউন্ড ফ্লোরে কোনো রকমমে শুয়ে থাকার জায়গা করে নিয়েছে তারা। কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় ৪০০ লোক এখানে রয়েছেন।

মুক্তি ভবনে আশ্রয় নেওয়া শ্রমিকরা নিজেরা চাাঁদা তুলে চাল ডাল কিনে ভবনের গ্রাউন্ড ফ্লোরে চুলা জ্বালিয়ে খিচুড়ি রান্নার ব্যবস্থা করে রাতের খাওয়া শেষ করেন।

Mukti Vabonরাতে আশ্রয় নেওয়া শ্রমিকদের নিরাপত্তা দিতে নিয়োজিত রয়েছে পুলিশ।

বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অবস্থান কর্মসূটি শুরু 

ঢাকা জার্নাল, জুলাই ১২, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.