২০ রোজার মধ্যেই শ্রমিকের বেতন-বোনাস পরিশোধের দাবি সিপিবি-বাসদের

জুলাই ৩, ২০১৫

CPBঢাকা জার্নাল: আগামী ২০ রোজার মধ্যেই (১০ জুলাই) তৈরি পোশাক শিল্পসহ শিল্পখাতের সব শ্রমিকের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশের কম্সিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাতাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানেো হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহম্মেদ, প্রেসিডিয়াম সদস্য আহসন হাবিব লাভলু, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ও সদ্স্য রাজেকুজ্জামান রতন প্রমূখ।

সমাবেশে বক্তরা বলেন, আগামী ২০ রমানের মধ্যে (১০ জুলাই) গার্মেন্টস শ্রমিকসহ শিল্পখাতের সব শ্রমিকের বেতন ও উৎসবভাতা পরিশোধ করতে হবে। সমাবেশের আগে বিক্ষোভ মিছিল করেন সিপিবি ও বাসদ নেতা-কর্মীরা।

মিছিল ও সমাবেশে গম কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শাস্তি, নগরীতে যানজট দূর করার দাবি জানানো হয়।

এদিকে বৃহস্পতিবার সরকার ও মালিক ও শ্রমিক পক্ষের বৈঠকে শ্রম মন্ত্রণালয়ে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ১০ জুলাইয়ের মধ্যে জুন মাসের বেতন ও ১৪ জুলাইয়ের মধ্যে উৎসবভাতা পরিশোধ করতে হবে।

 

ঢাকা জার্নাল, জুলাই ৩, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.