রাম ছাগলের বিজয়

জুন ২৩, ২০১৫
Gotঢাকা জার্নাল: সুন্দর কিছু দেখার জন্য সুন্দর চোখ থাকা চাই। তাই বলে ছাগলের সৌন্দর্য! হ্যা, লিথুয়ানিয়ার একটি গ্রামে হয়ে গেলো ছাগলের সৌন্দর্যের প্রতিযোগিতা।

ইউরোপের দেশ লিথুয়ানিয়ার ছোট্ট গ্রাম রামিগালায় আয়োজন করা হয় ওই ছাগলের রূপের প্রতিযোগিতা। গ্রামটির ৬৪৫তম বার্ষিকী স্মরণে আয়োজন করা হয় অদ্ভুত ও মজার এই অনুষ্ঠানের।

এবারের প্রতিযোগিতায় জয়ের মুকুট জিতে নেয় মার্স নামের এক রাম ছাগল। তবে, এর কাছে বিজয়ের মুকুটের মূল্য আর কতটুকু? তাই কোনোভাবেই তা পড়ানো গেলো না মাথায়। অযথা সেরা ছাগলের মুকুট হাসিমুখেই মাথায় নিলেন মনিব।
প্রতিযোগিতার আয়োজক লরেটা কুবিলিউনিনে বলেন, এ নিয়ে ষষ্ঠবারের মতো এমন প্রতিযোগিতার আয়োজন। একে বলা হয় গোট প্যারেড। এতে সবচাইতে সুন্দর ছাগলটিকে বেছে নিয়ে মুকুট পড়িয়ে দেই আমরা।
ঢাকা জার্নাল, জুন ২৩, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.