দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

জুন ১১, ২০১৫

Sports1434005500ঢাকা জার্নাল : বৈরি আবহাওয়ার কারণে বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

আগামীকাল (১২ জুন) তৃতীয় দিনের খেলা সকাল সাড়ে নয়টায় শুরু হবে।

ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেন। সর্বশেষ দুপুর ১টা ৪০ মিনিটে আবারো মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। শেষবার পরিদর্শন করে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন তারা।

এর আগে প্রবল বৃষ্টিপাতের কারণে বাংলাদেশ-ভারত টেস্টের দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু নিয়ে সংশয় দেখা দেয়। নির্ধারিত সময়ের পরও বৃষ্টি থাকায় দিনের প্রথম সেশনটি পণ্ড হয়ে যায়।

দীর্ঘ পাঁচ বছর প্রতীক্ষার পর ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। তবে, বৃষ্টির হানায় ভেস্তে গেল দ্বিতীয় দিনের খেলা।

বৃহস্পতিবার (১১ জুন) ভোর থেকে মুষলধারে বৃষ্টির কারণে সকাল সাড়ে নয়টায় টিম হোটেলেই ছিল বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা।

বিসিবি’র কিউরেটর জানিয়েছিলেন, আবহাওয়া আর মাঠের পরিস্থিতি বুঝে খেলোয়াড়দের জানানো হলে তারা স্টেডিয়ামে আসবেন।

এর আগে প্রথম দিন বাংলাদেশ-ভারতের মধ্যকার টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা বৃষ্টির আশংকা নিয়েই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হয়। ভারী মেঘের কারণে মাঠে আলোর স্বল্পতা দেখা দেওয়ায় ফ্লাড-লাইটের আলোতে শুরু করতে হয়েছিল সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি।

তবে, বৃষ্টি বাধায় বন্ধ থাকে ম্যাচ। দুপুর সোয়া দুইটায় মাঠ পরিদর্শনে আসেন ম্যাচের ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা, নাইজেল লং ও রিজার্ভ আম্পায়ার এনামুল হক মনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবি’র কিউরেটর গামিনী ডি সিলভা। বিকেল তিনটায় আরো একবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। সাড়ে তিনটার দিকে পুনরায় ম্যাচটি শুরু হয়।

প্রথমদিন কোনো উইকেট না হারিয়ে সফরকারীরা ৫৬ ওভার থেকে সংগ্রহ করে ২৩৯ রান। ব্যাটিং ক্রিজে অপরাজিত থাকা শিখর ধাওয়ান ১৫০ রান নিয়ে আর মুরালি বিজয় ৮৯ রান নিয়ে তৃতীয় দিন মাঠে নামবেন।

ঢাকা জার্নাল, ১১ জুন ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.