কোন শাস্তি-ই এইসব অপরাধের জন্য যথেষ্ট নয়

নভেম্বর ৮, ২০১৪

1910619_67681901498_7594492_n10441057_10152843231586499_618077517262946077_nকাবেরী গায়েনের ফেসবুক থেকে:

১। ছবিটি শেরপুর জেলার নালিতাবাড়ীর সোহাগপুর গ্রামের। বিধবা পল্লী হিসেবেই চেনে সবাই ।

২৫ জুলাই, ১৯৭১। কামারুজ্জামানের নেতৃত্বে স্থানীয় রাজাকারদের সাহায্যে পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় এবং ধর্ষণ করে। গুলি করে হত্যা করে ১৮৭ জন নিরস্ত্র গ্রামবাসীকে । সেদিন বিধবা হন ৫৭ নারী। গ্রামটির সব পুরুষকে হত্যা করার পর গ্রামটি বিধবাপল্লী নামে পরিচিতি পায়। কালের স্বাক্ষী হিসেবে ওই গ্রামের ৫৭ বিধবার মধ্যে ৩৪ জন আজো বেঁচে আছেন।

পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের মেরে ফেলায় পরিবারের নারীরা ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করেছেন। তাদের মধ্য থেকে তিনজন সাক্ষ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে।

পৃথিবীর কোন শাস্তি-ই কি যথেষ্ট এই অপরাধে নেতৃত্বদানকারী অপরাধী্র জন্য?

[কৃতজ্ঞতাঃ ছবিটি প্রথম চোখে পড়ে @Batul Rahman-এর ফেসবুক দেয়ালে। তারপর আরো কয়েকটি নিউজ আউটলেটে।]

২। তবুও পৃথিবীর জেনোসাইড ইতিহাসে ১৯৭১ লিপিবদ্ধ নেই।

আমাদের যাঁরা একাডেমিক, অ্যাক্টিভিস্ট, ইতিহাসবিদ, কূটনীতিক, রাজনীতিবিদ- সবাইকে এই বিষয়ে নজর দেবার অনুরোধ জানাই।

শাহবাগের পরে আন্তর্জাতিক অঙ্গনে এই বুদ্ধিবৃত্তিক লড়াইটা শুরু করা জরুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনোসাইড স্টাডিজ সেন্টার চালু হয়েছে। তারাও বিষয়টি গুরুত্বের সাথে নেবেন আশা করি।

ঢাকা জার্নাল, নভেম্বর ৮, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.