কেন্দ্রীয় কারাগারের কম্বল কারখানায় আগুন

নভেম্বর ৭, ২০১৪

fireঢাকা জার্নাল: ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিয়ন্ত্রণাধীন কম্বল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তা পুরোপুরি নেভাতে আরও সময় লাগতে পারে বলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে।

এদিকে, কেন্দ্রীয় কারাগারের পাশে আগুন লাগায় ওই কারখানার পাশের তিনটি সেলের কারাবন্দিদের নিরাপত্তার জন্য অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রাজধানীর বকশীবাজারে অবস্থিত কারখানাটিতে শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এবং পরে আরও দুটি ইউনিট একযোগে কাজ করে। সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে আগুণ পুরোপুরি নেভানোর চেষ্টা চলেছে।

‘ওয়ার্মি কম্বল’ নামে ওই কারখানার তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন বলেন, একতলা বিশিষ্ট ওই কারখানায় দুই লাখ সাড়ে ২১ হজার কম্বল মজুদ ছিল। যার আনুমানিক মূল্য ২২ কোটি টাকা।

তিনি বলেন, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেশ হোসেন বিল্লাল ঢাকা কেন্দ্রীয় কারাগার নিয়ন্ত্রিত কারখানাটির পরিচালক।

এদিকে কারাগার সূত্রে জানা গেছে, কারখানার পাশে থাকা পদ্মা, মেঘনা, মেডিকেল ও মনিহার সেলের বন্দিদের নিরাপত্তার জন্য অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কারাগারের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাগারের আশপাশে সাধারণের চলাচলের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঢাকা জার্নাল, নভেম্বর ৭, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.