বাউবি এসএসসি : পাস ৭২.৯৭ শতাংশ

মার্চ ২৮, ২০১৪

BOUবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১২ সালের এসএসসি পরীক্ষায় পাস করেছে মোট ৪৪ হাজার ৭৭৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২৫ হাজার ১৭৮জন ও ছাত্রী ১৯ হাজার ৫৯৫ জন। পাসের হার ৭২ দশমিক ৯৭ ভাগ।

বৃহস্পতিবার সচিবালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী জানান, বাউবিতে ২০১২ সালের প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ১লঅখ ৫৩ হাজার ১০৯জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছে ৬১ হাজার ৩৫৪ জন। অংশ নেওয়া এসব পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৬ হাজার ২৯৮জন এবং ছাত্রী ২৫ হাজার ৫৬ জন। মোট পাশ করেছে ৪৪ হাজার ৭৭৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২৫ হাজার ১৭৮জন ও ছাত্রী ১৯ হাজার ৫৯৫ জন।

এবার জিপিএ-৫ পেয়েছে ২৭ জন, জিপিএ-৪ পেয়েছে ৩ হাজার ৫৬১ জন এবং জিপিএ-৩.৫ পেয়েছে ১০ হাজার ১৪৭ জন।

শিক্ষামন্ত্রী জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৩২টি প্রগ্রামে মোট ৫ লাখ ৭০ হাজার, ২০১ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। আগামী পাঁচ বছরে এ সংখ্যা ১০ লাখে উন্নীত হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাবঞ্চিত সব বয়স, পেশা, সামাজিক অবস্থানের মানুষকে বাউবি অধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার সুযোগ নিশ্চিত করছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.