বিভিন্ন মন্ত্রণালয়ে পৌনে ৩ লাখ পদ শূন্য, ওএসডি ২৬৫

মার্চ ৯, ২০১৪

ঢাকা জার্নাল : বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে ২ লাখ ৭৫ হাজার ৯৬৪টি পদ শূন্য রয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক।

রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এনামুল হক এর এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। জনবল নিয়োগে প্রত্যেক মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে।

ওএসডি ২৬৫

জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে জনপ্রশাসনে ২ হাজার ৬০৩ জন সরকারি কর্মকর্তা রয়েছেন। এরমধ্যে ওএসডি রয়েছেন ২৬৫ জন। ওএসডি কর্মকর্তাগণের মধ্যে সচিব ৩ জন, অতিরিক্ত সচিব ৪৬ জন, যুগ্ম সচিব ১৩৯ জন, উপসচিব ৭৭ জন।

প্রতিমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী মোট কর্মকর্তার মধ্যে পর্যায়ক্রমে সচিব  ৬২ জন, অতিরিক্ত সচিব ৩০৪ জন, যুগ্ম সচিব ৯২৭ জন এবং উপসচিব রয়েছেন ১৩১০ জন।

ঢাকা জার্নাল, মার্চ ৯, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.