৩৬ শতাংশ নারীই অসুখী

নভেম্বর ২৯, ২০১৩

imagesঢাকা জার্নাল: প্রতি ১০০ নারীর মধ্যে ৩৬ জনই নিজের জীবন নিয়ে সুখী নন। কারণ তারা পুরুষের সমান কাজ করেও বেতন পান অনেক কম, আবার সম্মানও কম। এমন তথ্যই উঠে এসেছে ইংল্যান্ডের ‘ইয়ং ওমেন্স ট্রাস্ট’ নামের একটি সংগঠনের সমীক্ষায়।

সংগঠনটি ১৬ থেকে ৩০ বছরের ১ হাজার নারীর উপর সমীক্ষা চালায়। সেখানে দেখা যায় ৩৩ শতাংশ নারী মনে করেন কর্মক্ষেত্রে একই কাজ করে তারা পুরুষদের তুলনায় কম টাকা পান।

নিজেদের শিক্ষাগত যোগ্যতা, সঙ্গীর সঙ্গে সম্পর্ক, আর্থিক অবস্থা নিয়ে মানসিক অশান্তিতে ভোগেন ৪২ শতাংশ নারী। আর ৬৬ শতাংশ ভোগেন পেটের ও মানসিক অসুখে। ৪০ শতাংশ নারী মাঝে মধ্যেই নিঃসঙ্গতায় ভোগেন।

এছাড়া ২০ শতাংশ নারীর মতে সমাজে তারা তাদের মায়েদের তুলনায় কম সম্মান পান। অন্যদিকে ৫০ শতাংশ নারী বোঝেনই না কার উপর বিশ্বাস করা উচিৎ। এক চতুর্থাংশ নারী মনে করেন সমস্যার সময় পাশে দাঁড়াবার কাউকে তারা পান না।

তবে সুসংবাদ হলো ৫৮ শতাংশ নিজেদের কর্মক্ষেত্রকে সুরক্ষিত বলেই মনে করেন।

ঢাকা জার্নাল, নভেম্বর ২৯, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.