দপ্তর বণ্টনে দেরী হচ্ছে বিএনপির অপেক্ষায়

নভেম্বর ২০, ২০১৩

images (8)ঢাকা জার্নাল: বিএনপির জন্য অপেক্ষা করার কারণেই নির্বাচনকালীন সরকারের মন্ত্রীদের দপ্তর বণ্টনে দেরী হচ্ছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী ।

বুধবার সচিবালয়ে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সরাসরি সাক্ষাতকারে তিনি এ কথা জানান।

মতিয়া চৌধুরী জানান, নতুন শপথ নেওয়া মন্ত্রীদের দপ্তর বণ্টন এবং পুরাতনদের মধ্যে যারা থাকছেন তাদের দপ্তর পূনর্বণ্টনের প্রজ্ঞাপন হচ্ছে না আজ বুধবার।

তিনি বলেন, বিকেলে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী এ বিষয় নিয়ে কথা বলবেন। সংসদেই বিষয়টি পরিষ্কার হওয়া যাবে বলে জানান মন্ত্রী।

বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হতে পারে সম্ভবনার কথা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, বৃহস্পতিবার না হলে প্রধানমন্ত্রীর ওমরার পরে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হবে।

রাষ্ট্রপতির কাছে বিএনপি চেয়ারপারসনের সাক্ষাতের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন মতিয়া চৌধুরী।

মতিয়া বলেন, দেশের সর্বোচ্চ অভিভাবকের কাছে উনি গেছেন, এটিকে আমরা ইতিবচাক হিসেবে দেখছি।

বিএনপি ছাড়া বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ হচ্ছে উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, বিএনপি যোগ দিলে সর্বদলীয় সরকার হবে। আর যোগ না দিলে বহুদলীয় সরকার হবে।    

ঢাকা জার্নাল, নভেম্বর ২০, ২০১৩।

 

 

এটিএন টাইমস/এসএমএ

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.