প্রধানমন্ত্রীর উপদেষ্টার আমন্ত্রণ পেলেন ৫ নেতা

নভেম্বর ১৯, ২০১৩

PM-officeঢাকা জার্নাল: আনোয়ার হোসেন মঞ্জু, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রব, মেজর (অব.) আব্দুল মান্নান ও নজিবুল বশর মাইজভাণ্ডারীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার গণভবনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি বলেছে, সর্বদলীয় সরকারের অংশ হিসাবে জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (রব), বিকল্পধারা বাংলাদেশ ও তরিকত ফেডারেশন-এর শীর্ষ নেতাদের এ আমন্ত্রণ জানানো হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছি।’

তরিকত ফেডারেশনের প্রধান আমন্ত্রণ পাওয়ার বিষয়টি স্বীকার করে এটিএনটাইমসকে বলেন, ‘সরকারে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল আমি তাতে অংশ নেব।’

সর্বদলীয় সরকারের মন্ত্রী হিসেবে সোমবার বিকেলে জাতীয় পার্টির (এরশাদ) পাঁচ জন, ওয়ার্কাস পার্টির একজন এবং আওয়ামী লীগের দুই জন সংসদ সদস্য শপথ নিয়েছেন।

একই সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন জাতীয় পার্টির (এরশাদ) এক নেতা।

ঢাকা জার্নাল: নভেম্বর ১৯, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.