একুশে বইমেলায় আলোচিত ১০ উপন্যাস

ফেব্রুয়ারি ২৬, ২০১৬

Boimelaঢাকা জার্নাল : এবারের একুশে বইমেলায় ইতোমধ্যেই প্রায় তিন হাজার বই এসেছে। এরমধ্যে উপন্যাস এসেছে প্রায় সাড়ে তিনশ। এবারের বইমেলায় ১০টি সেরা উপন্যাস আলোচিত হয়েছে।

প্রকাশক ও পাঠকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব উপন্যাসের মধ্যে রয়েছে সৈয়দ শামসুল হকের ‘দোয়েল নামে মেয়েটি’। সেলিনা হোসেনের ‘হেঁটে যাই জনমভর’। হরিশংকর জলদাসের ‘একলব্য’।

মহাভারতের একটি চরিত্র নিয়ে লেখা উপন্যাসটি ইতোমধ্যেই সাড়া ফেলেছে। মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘স’তে সেন্টু’। আনিসুল হকের ‘জেনারেল ও নারীরা’। ইমদাদুল হক মিলনের ‘মেঘবালিকা’। হাসানাত আবদুল হাইয়ের ‘শুচিতা’। সুমন্ত আসলামের ‘আই সি দ্যা সান’। তৌহিদুর রহমানের মুক্তিযুদ্ধের উপন্যাস ‘শঙ্খচিলের মৃত্যুদৃশ্যের পর’ ও রুবাইয়াৎ আহমেদের ‘একজন সাব এডিটরের কতিপয় ছেঁড়াখোঁড়া দিন’।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ২৬, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.