শীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

‘সোয়ান শ্রমিক না খেয়ে মরে, বিজিএমইএ ফূর্তি করে’

Sownঢাকা জার্নাল: সোয়ান গার্মেন্ট শ্রমিকদের টানা অবস্থান কর্মসূচির ১২তম দিনে বিক্ষুব্ধ শ্রমিকরা স্লোগান দিতে থাকে- ‘সোয়ান শ্রমিক না খেয়ে মরে, বিজিএমইএ ফূর্তি করে’। এরকম নানা রকম স্লোগান মুখে প্রকাশ করে এবং ব্যানার ফেস্টুনে  লিখে অবস্থান কর্মসূচির মধ্যে বুধবার দুপুরের আগে মিছিলও করেন শ্রমিকরা।

তিন মাসের বকেয়া বেতন, বোনাস এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গত ১২ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তায় অবস্থান কর্মসূচি শুরু করেন সোয়ান শ্রমিকরা।  সোয়ান গার্মেন্টসের ১৩শ’ শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের ব্যানারে।

দুপুরে সমাবেশ চলাকালে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর মঈন, শ্রমিক নেতারা। দুপুরে সমাবেশ থেকে শ্রমিকরা একটি মিছিল বের করেন।

সোয়ান শ্রমিকদের পক্ষে অষ্ট্রেলিয়ায় বিক্ষোভ

আইজিএফ’র পদত্যাগ দাবি, বৃহস্পতিবার ইসলামী ব্যাংক ঘেরাও 

ঢাকা জার্নাল, জুলাই ২২, ২০১৫।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.