চাপ না নিয়ে উপভোগ করতে হবে, বললেন শান্ত
ঢাকা জার্নাল ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজেই ভারতের মাটিতে সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। সেখানে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। আগামীকাল (বৃহস্পতিবার) চেন্নাইয়ের মাঠে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগার অধিনায়ক।
ঘরের মাটিতে ভারত বরাবরের মতোই শক্তিশালী দল। তাদের বিপক্ষে বাংলাদেশের খেলাটা কতটা কঠিন হবে তা বেশিরভাগ সমর্থকরাই আন্দাজ করে নিয়েছেন। তবে নিজেদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী শান্তরা।
‘কঠিন প্রতিপক্ষ, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তিমত্তা নিয়ে ভাবা জরুরি। আমি বিশ্বাস করি, এখানে ভালো ক্রিকেট খেলার সামর্থ্য এই দলের আছে। পাঁচ দিনের ম্যাচ, পাঁচটা দিনই কীভাবে ভালো খেলা যায়। লক্ষ্য একটাই– প্রতিটি ম্যাচই জিতব। প্রতিটি আন্তর্জাতিক দলই জেতার জন্য খেলে। আমরাও জেতার জন্য খেলব, আর এজন্য যা করা প্রয়োজন করব। পঞ্চম দিনের শেষ সেশনে গিয়ে ফলাফল নিয়ে চিন্তা, এর আগপর্যন্ত আমরা চেষ্টা করব শক্তি অনুযায়ী খেলার।’
বেশি চাপ না নিয়ে খেলাটাকে উপভোগ করতে চান টাইগার কাপ্তান, ‘চাপ মনে হয় না, উপভোগ করি। আমরা সবাই এই চ্যালেঞ্জ উপভোগ করি। এমন প্রতিপক্ষের সঙ্গে খেলতে অবশ্যই ভালো লাগা কাজ করে, নিজে ভালো খেললে ভালো লাগে, দল ভালো করলে দেশের জন্যও ভালো। বাড়তি চাপ মনে হয় না। প্রত্যেক খেলোয়াড় উপভোগ করে।’
ভারতের বিপক্ষে এখন পর্যন্ত লাল বলের ক্রিকেটে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার তাদের মাটিতে যেয়ে নতুন ইতিহাস গড়তে মরিয়া নাজমুল শান্তর দল।