তেল-গ্যাস অনুসন্ধানে পেট্রোবাংলার আন্তর্জাতিক দরপত্র আহ্বান

জুন ২৬, ২০১৩
তেল-গ্যাস অনুসন্ধানে পেট্রোবাংলার আন্তর্জাতিক দরপত্র আহ্বান

ঢাকা জার্নাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের কোনো রকম আপত্তি ছাড়াই বঙ্গোপসাগরের ১২টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। এছাড়া নৌকাহিনী এবং কোস্টগার্ডেও জাহাজগুলো মিয়ানমারের কোনো বাধা ছাড়াই নতুন সমুদ্রসীমা এলাকায় সফলভাবে টহল দিচ্ছে। মাছ ধরার টলারগুলোকেও কোনো বাধা দেয়া হচ্ছে না।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, আন্তর্জাতিক সমুদ্র আইন বিষয়ক ট্রাইব্যুনাল (আইটিএলওএস) এর মাধ্যমে বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায়ের মাধমে বাংলাদেশ বঙ্গোপসাগরে  সেন্টমার্নিন দ্বীপে ১২ নটিক্যাল মাইল সার্বভৌমত্ব লাভ করেছে। এছাড়া ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং ২০০ নটিক্যাল মাইরের মহীসোপনে সকল প্রাণীজ ও খনিজ সম্পদের উপর সার্বভৌমত্ব লাভ করেছে।

সমুদ্রসীমার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার নৌকাহিনীতে অত্যাধুনিক দুটি যুদ্ধজাহাজের পাশাপাশি দুটি হেলিকপ্টার এবং দুটি ম্যারিটাইম পেট্রোল এয়ার ক্রাফট প্রদান করা হয়েছে বলে সংসদকে অবহিত করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এর ফলে অল্প সময়ে অর্থনৈতিক এলাকা ও মহীসোপানে টহল দেয়া সম্ভব হচ্ছে।

ঢাকা জার্নাল, ১১৩১ ঘণ্টা, জুন ২৬, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.